ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মাজারে বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
পাকিস্তানে মাজারে বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫০

ইসলামাবাদ: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় সোমবার নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫০ জন হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে জানায়, ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য মাজারটিতে শত শত ভক্ত মিলিত হয়েছিলেন।



রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে পাঞ্জাব প্রদেশের দেরা গাজি খান জেলায় ১৩ শতকের সুফি আহমেদ সুলতান মাজারে এ হামলা চালানো হয়। মাজারটি সখি সরোবর নামে জনপ্রিয়।
 
দেরা গাজি খানে স্থানীয় হাসপাতাল কর্মকর্তা তারিক মেহমুদ বলেন, ‘আমাদের হাসপাতালে ৪৪টি মৃতদেহ ছিল এবং ঘটনাস্থলে ৬ জন নিহত হয়। ’

স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহিদ হোসেন ৪৯ জন নিহতের বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের বেশিরভাগেরই পরিচয় জানা গেছে এবং তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

পুলিশ জানিয়েছে, এর আগে মাজারে নাশকতা ঘটানোর হুমকি দিয়েছিল জঙ্গিরা। ইসলামের সুফি অনুসারীরা পাকিস্তানে প্রায়ই জঙ্গি হামলার শিকার হচ্ছে।

আদিবাসী অধ্যুষিত দেরা গাজি খান জেলাটি তালিবান ও আল কায়েদার ঘাঁটি হিসেবে পরিচিত ওয়াশিংটন স্থানটি সবচেয়ে বিপজ্জনক বলে চিহ্নিত করেছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।