ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাজাখস্তানে নাজারবায়েভ আবারও প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
কাজাখস্তানে নাজারবায়েভ আবারও প্রেসিডেন্ট নির্বাচিত

আস্তানা: কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ পুনরায় পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হয়েছেন। খবর এএফপির।



নির্বাচন কমিশনের সোমবারের আংশিক প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি  ৯৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। কত শতাংশ ভোট গণনা করা হয়েছে নির্বাচন কমিশন তা না বললেও এটা চূড়ান্ত ফলাফল নয় বলে জানায়।

নাজারবায়েভ এর আগে ২০০৫-এর নির্বাচনে ৯১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। নাজারবায়েভের একজন সহকারী ধারণা করেন, বর্ষীয়ান এই নেতা ২০০৫-এর নির্বাচনের চেয়েও ভালো করবেন। কারণ তিনি ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃত।

কাজাখস্তান কমিউনিস্ট পিপলস পার্টির প্রধান জামবিল আকমেতবেকভ ১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।

সরকারের সমর্থক সিনেটর গনি কাজিমভ পেয়েছেন ১ দশমিক ৯ ভাগ ভোট। পরিবেশবাদী মেলস ইলুজিসভ পেয়েছেন ১ দশমিক ২ শতাংশ ভোট।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।