ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১০০ ফুট উঁচু থেকে পড়েও...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
১০০ ফুট উঁচু থেকে পড়েও...

মেলবোর্ন: ছয় তলার গাড়ি পার্কিং থেকে পড়ে গিয়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের একজন নারী। খবর এএফপির।



গাড়িটি প্রায় ১০০ ফুট উঁচু থেকে দুই ভবনের মাঝখানের লেনে পড়ে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শী মাইকেল রকফেলার ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, ‘দৃশ্যটি খুবই ভয়াবহ। আমি জানালার ভেতর দিয়ে ঘটনাটি দেখেছি। তিনি কিভাবে বের হয়ে এসেছেন তা ভারি আশ্চর্যের। ’

উপর থেকে ট্রাক পতনের মতো শব্দ হয়েছিল। আর এ শব্দ পাঁচ-ছয় সেকেন্ট স্থায়ী হয়। রকফেলার এ তথ্য জানান।

ওই নারী মাথায় একটি বড় ক্ষত হয় এবং মেরুদণ্ডে মারাত্মক আঘাত পান। তবে তার অবস্থা অনেকটা শঙ্কামুক্ত। দুর্ঘটনার পরপরই তাকে রয়্যাল মেলবোর্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তাররাও তার বেঁচে যাওয়াতে বিস্ময় প্রকাশ করেছেন। তারা জানান, সিটবেল্ট বেঁধে রাখার কারণেই তিনি বেঁচে গেছেন।

চিকিৎসকরা বলেন, গাড়িটি পড়ে যাওয়ার সময় বেশ কয়েকটি ভবনে ধাক্কা লাগে। তিনিও বিভিন্ন কোণ থেকে আঘাত পান।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।