ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এথেন্সে গাদ্দাফির দূত

লিবিয়া: ভারী গোলার মুখে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
লিবিয়া: ভারী গোলার মুখে বিদ্রোহীরা

ব্রেগা: প্রধান তেলসমৃদ্ধ শহর ব্রেগার নিয়ন্ত্রণ নিতে লিবিয়ার বিদ্রোহীরা সোমবার মোয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর ভারী গোলাগুলির মুখে পড়েছে। খবর এএফপির।



এদিকে, কর্নেল গাদ্দাফির একজন দূত বিরাজমান সংকটের সমাধান ও যুদ্ধ বন্ধের লক্ষ্যে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন। লিবিয়ার উপপ্রধানমন্ত্রী আবদেলাতি ওবেইদি এথেন্স সফরে প্রধানমন্ত্রী জর্জ পাপারেন্দ্রুর সঙ্গে সাক্ষাৎ করে তার সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এছাড়া গাদ্দাফির পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে ওবেইদি তুরস্ক ও মাল্টা সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

পাপারেন্দ্রু এরই মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও কাতার, তুরস্কের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সোমবার ইতালির সরকার লিবিয়ার বিদ্রোহীদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংকো ফ্রাত্তিনি এ ঘোষণা দিয়েছেন। এর আগে কেবল ফ্রান্স ও কাতার বিদ্রোহীদের স্বীকৃতি দেয়।

এ নিয়ে বিদ্রোহীদের পরিবর্তনকামী জাতীয় পরিষদের মুখপাত্র মুস্তাফা গেরিয়ানি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এটা ইতিবাচক পদক্ষেপ। দারুণ ব্যাপার। ’

আগের দিন এর নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার পর সোমবার বিদ্রোহীরা বিচ্ছিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করে।

শহরের পাশে পাহাড়ি অঞ্চলে কালো ধোঁয়া দেখা যায়। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না বিদ্রোহীরা পিছু হটছে কিনা। রোববারই দুইপক্ষ থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়েছে।

কয়েকদিন ধরেই ব্রেগাতে উত্তেজনা বিরাজ করছে। ব্রেগা রাজধানী ত্রিপোলি থেকে ৮০০ কিলোমিটার আগে অবস্থিত।

অনেক বিদ্রোহীই স্বীকার করেন, তাদের অধিকাংশেরই কোনো সামরিক প্রশিক্ষণ না থাকায় সেনাবাহিনীর পক্ষ ছেড়ে কিছু লোকের ওপর নির্ভর করতে হচ্ছে। বিদ্রোহীরা বলেন, তারা গাদ্দাফি বাহিনীর কাছ থেকে চার চাকার একটি যুদ্ধযান ছিনিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।