ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ক্যামেরন

ইসলামাবাদ: পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক মঙ্গলবার নতুন করে জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে এসেছেন তিনি।



পরমাণু অস্ত্র সমৃদ্ধ কোনো মুসলিম দেশে ক্যমেরনের এটাই প্রথম সফর। পাকিস্তান সফরে এসে তিনি দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সরকারি ও বিরোধী নেতাদের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

ক্যামেরনকে পাকিস্তানে আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ক্যামেরনকে তার বাসভবনে সাদর সম্ভাষণ জানান। এ সময় গিলানি, ক্যামেরনের সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

২০১৫ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ১৯০ কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২৫০ কোটিতে উন্নীত করতে পারেন বলে একজন ব্রিটিশ কর্মকর্তা জানান।

সুবিধাবঞ্চিত ৪০ লাখ পাকিস্তানী শিশুর লেখাপড়ার জন্য এরইমধ্যে ক্যামেরন ৬৫ কোটি ডলারের নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এর আগে ভারত সফরের সময় নয় মাস আগে পাকিস্তান সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ক্যামেরন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।