ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জনপ্রিয় গায়ক মিশেল মারটেলি হাইতির প্রেসিডেন্ট ‘নির্বাচিত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১১
জনপ্রিয় গায়ক মিশেল মারটেলি হাইতির প্রেসিডেন্ট ‘নির্বাচিত’

পোট-অ-প্রিন্স: হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে জনপ্রিয় গায়ক মিশেল মারটেলি নির্বাচিত হয়েছেন। খবর বিবিসির

গত ২০ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি সাবেক সিনেটর এবং ফার্স্ট লেডি মিরল্যান্ড ম্যানিগ্যাটকে পরাজিত করেছেন।

প্রাথমিক ফলাফলে দেখা যায়, মারটেলি ৬৭ দশমিক ৫৭ শতাংশ ও তার প্রতিদ্বন্দ্বী মিরল্যান্ড ম্যানিগ্যাট ৩১ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়েছেন। চূড়ান্ত ফলাফল আগামী ১৬ এপ্রিলের আগে প্রকাশিত হচ্ছে না।

গত বছর জানুয়ারির ভয়াবহ ভূমিকম্প এবং এরপর মহামারী আকারে ছড়িয়ে পড়া কলেরার প্রকোপ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

বিবিসির সংবাদদাতা অ্যান্ডি গ্যালাশের বলেন, নির্বাচনী প্রচার অভিযানে মারটেলি পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট হিসেবে কয়েকটি গুরুতর সমস্যার মোকাবিলা করতে হবে।

২০১০ এর প্রলয়ংকরী ভূমিকম্পে যারা প্রাণে বেঁচে গেছে তাদের বেশিরভাগই এখনো অস্থায়ী তাঁবুতে বাস করছেন। কলেরা এখনো নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরো বলেন, মারটেলি রাজনৈতিকভাবে অনভিজ্ঞ হলেও তাঁর প্রতিশ্রুতি দেশটির গরিব এবং বেকার তরুণদের নজর কাড়ে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।