ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারির অভিযোগে বেরলুসকোনি ফের আদালতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
যৌন কেলেঙ্কারির অভিযোগে বেরলুসকোনি ফের আদালতে

মিলান: যৌন কেলেঙ্কারির অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির বিরুদ্ধে বুধবার মিলানের একটি আদালতে বিচার শুরু হয়েছে। খবর বিবিসির।



বেরলুসকোনির বিরুদ্ধে অভিযোগ, তিনি কম বয়সী যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন ও তাকে অর্থ দিয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে তার ১৫ বছর বা এরও বেশি কারাদ- হতে পারে।

কিশোরী করিমা আল-মাহরুগের (রুবি নামেও পরিচিত) সঙ্গে যৌন সম্পর্ক গড়ার কথা অস্বীকার করেছেন বেরলুসকোনি। রুবিও তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে জানান, তিনি কোনো যৌনকর্মী নন।

কৌঁসুলিরা দাবি করছেন, ইতালির প্রধানমন্ত্রী রুবির সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করেছেন।   সেসময় রুবির বয়স ছিল ১৭ বছর। তাদের দাবি, বেরলুসকোনি তার সঙ্গে ১৩ বার সম্পর্ক গড়েছেন।

আশা করা হচ্ছে, বেরলুসকোনির প্রাসাদে তিনি কতজন নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন এ বিষয়ে প্রমাণাদি উপস্থিত করা হবে।

আদালতে ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৭৮ জন সাক্ষী দেবেন। এদের মধ্যে হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার গার্ল ফ্রেন্ড ইতালির মডেল টিভি তারকা এলিসাবেতা কানালিস রয়েছে। এরা দুজনই বেরলুসকোনি আয়োজিত পার্টিতে অতিথি ছিলেন।

এ মুহূর্তে বেরলুসকোনির বিরুদ্ধে চারটি পৃথক মামলা চলছে। সর্বশেষ তিনি দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।