ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে নতুন করে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
ইয়েমেনে নতুন করে লাখো মানুষের বিক্ষোভ

সানা: প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বুধবার লাখো জনগণ ইয়েমেনের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছে। এর আগের রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি করে।

এতে একজন নিহত ও ৩০ জন আহত হয়। খবর এএফপির।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তায়েজের আলহুরিয়া (স্বাধীনতা) চত্বরে সরকার বিরোধী আন্দোলনকারীরা মিলিত হয়। তাদের দাবি, সালেহকে ক্ষমতা ছাড়তে হবে।

মিছিলে নির্মমভাবে গুলি চালানোর পর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানায়। যদিও আলকায়েদা বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র সালেহকে ঘনিষ্ঠ মিত্র বিবেচনা করে।

তিন দশক ধরে ক্ষমতায় অধিষ্ঠিত প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ও বিরোধীরা উপসাগরীয় দেশগুলোর ইয়েমেনে মধ্যস্ততা করার প্রস্তাবকে স্বাগত জানায়। এরপর মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটে।

সরকারের পক্ষত্যাগী সেনাকর্মকর্তা জেনারেল আলি মোহসেন আল-আহমার বলেন অভিযোগ করেছেন, সালেহর অনুগত বাহিনীর লোকজন তাকে হত্যা করার চেষ্টা করছে।

গত ১৮ মার্চ রাজধানী সানায় সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি করলে ৫২ জন হয়। এরপর দেশজুড়ে এ বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।