ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমাদের সমস্যা এখন ন্যাটো: লিবিয়ার বিদ্রোহী

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
আমাদের সমস্যা এখন ন্যাটো: লিবিয়ার বিদ্রোহী

ত্রিপোলি: লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ধীরগতির অভিযোগ এনেছে। একইসঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন না করতে পারলে অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে।

খবর অরেঞ্জের।

বিদ্রোহীদের বাহিনীর সামরিকপ্রধান আবদেল ফাতাহ ইউনেস ন্যাটোর তীব্র সমালোচনা করে বলেন, ‘সিদ্ধান্ত নিতে বিলম্বের কারণে যুদ্ধক্ষেত্রে ন্যাটো ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করছে। ’

মিসরাতা শহরে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বাহিনীর হামলায় প্রতিদিন বিক্ষোভকারীদের মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ করেন ইউনেস। তিনি বলেন, ন্যাটো বাহিনীর ধীরগতির ফলে গাদ্দাফির অনুগত বাহিনী অগ্রসর হচ্ছে। ন্যাটোই এখন আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ’ ইউনেস বলেন, ন্যাটো চাইলে কয়েক সপ্তাহ আগেই গাদ্দাফিকে উৎখাত সম্ভব হতো।

এদিকে, গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম প্রথমবারের মতো জাবিয়াহতে বেসামরিক মানুষ নিহতের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বিদ্রোহীদের দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন।

অভিযোগ রয়েছে, ন্যাটো বাহিনীর হাতে বেসামরিক লোকজন নিহত হচ্ছে।
 
ন্যাটো বাহিনী গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে গাদ্দাফির পতন এবং জনগণের সুরক্ষার জন্য মিত্র বাহিনীর কাছ থেকে অভিযানের দায়িত্ব নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।