ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের সবচেয়ে পুরনো সচল টিভি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
ব্রিটেনের সবচেয়ে পুরনো সচল টিভি

লন্ডন: ব্রিটেনে সম্ভবত বিশ্বের সবচেয়ে পুরাতন টেলিভিশন সেটের সন্ধান মিলেছে। সম্প্রতি এটি নিলামে তোলা হয়েছে।

দাম হাঁকা হয়েছে ৫ হাজার পাউন্ড।

একটি পুরনো টেলিভিশন সেটের এতো দাম শুনে আঁতকে উঠলেও এটা একেবারেই বিরল একটি ঘটনা যে, এর পিছনে আছে ৭৫ বছরের টিভি সম্প্রচারের ইতিহাস। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এটি এখনো যথেষ্ট সচল রয়েছে।

মার্কনি টাইপ-৭০২ মডেলের টিভি সেটটি তৈরি হয়েছে ১৯৩৬ সালে। ব্রিটেনের সবচেয়ে পুরনো সচল টিভি এটি।

ব্রিটেনে প্রথম টিভি সম্প্রচার শুরুর মাত্র ৩ সপ্তাহ পরে ১০০ পাউন্ডে টিভিটি কেনা হয়। সে সময় মাত্র একটি চ্যানেলে দিনে ২ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করা হতো।

আধুনিক প্রযুক্তিতে যা নেই তা হচ্ছে বিশ্বস্ততা ও উন্নত টেকসই মান। অথচ পুরনো ওই সেটটি টিভি সম্প্রচার ইতিহাসের প্রথম যুগ থেকেই নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এতো বছরের ব্যবহারে মাত্র ৩০ শতাংশ যন্ত্রপাতি বদল করতে হয়েছে এটার।

৭৫ বছরের পুরনো ১২ ইঞ্চি পর্দার টিভি সেটটি ওয়ালনাট ও মেহগনি কাঠের বাক্সের মধ্যে বসানো। আধুনিক টিভির মতো পর্দায় এর ছবি তৈরি হয় না। ছবি আয়নায় প্রতিফিলিত হয়ে দর্শকদের চোখে এসে পড়ে।

টিভিটির বর্তমান মালিক ব্রিটেনের ডালউইচের বাসিন্দা জি বি ডেভিস। তার এলাকায় বৈদ্যুতিক বিভ্রাটের কারণে গত দশ বছর ধরে সম্প্রচার বন্ধ থাকায় এখন এটা তিনি নিলামে উঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।