ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খেলতে খেলতে বিস্ফোরণ: পাকিস্তানে ৪ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১

পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য নিয়ে খেলার সময় চারটি শিশু নিহত হয়েছে। পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।



কোহাত শহরের একটি পুকুরের পাশে মর্টার শেল নিয়ে শিশুরা খেলছিল। এ সময়টি শেলটি বিস্ফোরিত হয়। সরকারি উর্ধ্বতন কর্মকর্তা খালিদ খান জানান, বুধবারের বিস্ফোরণ একটি দুর্ঘটনা মাত্র।

কোহাত অঞ্চলে জঙ্গি ও অপরাধী চক্র সক্রিয়। এতে প্রায়ই ভূমিমাইন, গ্রেনেডসহ সব ধরনের পাওয়া যায়।

আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা উপজাতি অধ্যুষিত অঞ্চলের পাশেই কোহাত। সেখানে জঙ্গিগোষ্ঠী আলকায়েদা ও তালিবানের ঘাঁটি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।