ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া: বিদ্রোহীদের পুনর্দখলে তেলবন্দর ব্রেগা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
লিবিয়া: বিদ্রোহীদের পুনর্দখলে তেলবন্দর ব্রেগা

ত্রিপোলি: লিবিয়ার পশ্চিমাঞ্চলে গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা নতুন করে তেলবন্দর ব্রেগা পুনর্দখলে নিয়েছে। খবর আলজাজিরার।



বিদ্রোহীরা জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর কাছে ওই অঞ্চলটি হারানো একটি সাধারণ ঘটনা। এতে গাদ্দাফিকে অপসারণ করার লড়াইয়ে কোনো বাধা সৃষ্টি হবে না।

ইতিমধ্যে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো বুধবার লিবিয়ার সরকারি বাহিনীর ওপর বিমান অভিযান গতি বাড়িয়েছে। এর আগে মিসরাতার বেসামরিক জনগণকেু রক্ষায় ন্যাটো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ওঠে। বিদ্রোহী বাহিনী সরাসরি এ অভিযোগ করে।

এদিকে, বিদ্রোহীদের অভিযোগ নাকচ করে ন্যাটো জানায়, বেসামরিক জনগণকে রক্ষা তাদের মূল বিবেচ্য বিষয়। এটা নিশ্চিত করতে সব পদক্ষেপ নেবে।

বেসামরিক লোকজনের ভেতরে গাদ্দাফি বাহিনী সামরিক ট্যাংক, সেনা ও ভারি অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করে ন্যাটো। লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে সরকারি বাহিনী।

বেনগাজি থেকে আলজাজিরার প্রতিবেদক লরেন্স লি জানান, লিবিয়ার জাতীয় অস্থায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান আবদেল হাফিদ গোগা ন্যাটোর প্রতি আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

লরেন্স বলেন, ‘তিনি জোর গলায় বলেন, বর্তমান পরিস্থিতিতে ন্যাটোকে বোঝাস্বরূপ বিবেচনা করছেন। ’

গাদ্দাফির চিঠি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওবামার উদ্দেশে লেখা মুয়াম্মার গাদ্দাফির ব্যক্তিগত আবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, লিবিয়ার নেতার উচিৎ অস্ত্র বিরতি নিয়ে তার বাহিনী প্রত্যাহার করা এবং নির্বাসনে চলে যাওয়া।

হোয়াইট হাউস গাদ্দাফির চিঠির বিষয়টি নিশ্চিত করেছে। তবে চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানানো হয়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, তিন পৃষ্ঠার চিঠিতে গাদ্দাফি ওবামার প্রতি অস্ত্র বিরতির অনুরোধ করেছেন।

বুধবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংকো ফ্রাত্তিনির সঙ্গে একটি সংবাদ সম্মেলনে হিলারি বলেন, ‘গাদ্দাফি জানেন তাকে কী করতে হবে। তার বাহিনী যেসব শহর দখলে রেখেছে সেগুলো থেকে সেনা প্রত্যাহার করতে হবে। অস্ত্র বিরতি করতে হবে। ’

তিনি বলেন, ‘ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে তার একটি সিদ্ধান্ত দরকার। গাদ্দাফির কাছ থেকে কী চাই আমার মনে হয় না এ বিষয়ে কোনো রহস্য আছে। ’

কয়েক সপ্তাহ ধরে গাদ্দাফির বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। গাদ্দাফি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। বিদ্রোহীদের সমর্থনে ন্যাটো বাহিনী লিবিয়ার গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।