ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা: নিহত ৬

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

কান্দাহার: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কান্দাহার প্রদেশে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার জঙ্গি হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। প্রাদেশিক পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।



কান্দাহার পুলিশপ্রধান খান মোহাম্মাদ মোজাহিদ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘কয়েকজন বন্দুকধারী পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রে গুলি ছোড়ে। এসময় পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ’

তালেবান এই হামলা দায় স্বীকার করেছে। তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি বলেন, ‘৪ জন যোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায়। ’ এসময় ওই স্থান থেকে ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে উঠতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭৩০, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।