ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়াতে ন্যাটোর বিমান হামলায় ২ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
লিবিয়াতে ন্যাটোর বিমান হামলায় ২ বিদ্রোহী নিহত

আজদাবিয়া: লিবিয়ার তেল সমৃদ্ধ ব্রেগা শহরে অবস্থানরত বিদ্রোহীদের একটি ট্যাঙ্কের ওপর ন্যাটোর বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

খবর এএফপির।     

গাদ্দাফি বিরোধীদের সহায়তা করতে এক সপ্তাহ আগে পশ্চিমাজোটের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার সেই বিদ্রোহীদের ওপরই ন্যাটো বাহিনীর হামলার ঘটনা ঘটল।
 
বিদ্রোহী পক্ষের একজন যোদ্ধা আলি সাহলি (৪১) বলেন, ‘ওটা ন্যাটোর বিমান ছিল। তারা আমাদের ট্যাঙ্কের ওপর দুই বার হামলা চালিয়ে উড়িয়ে দেয়। ’ পাশে অবস্থানরত সাবেক সেনা সালেহ ফারাজ বলেন, বিদ্রোহীদের কমপক্ষে তিনটি ট্যাঙ্ক হামলার শিকার হয়। অপর একজন যোদ্ধা তার সঙ্গে একমত পোষণ করেন।

ফারাজ বলেন, ‘সেখানে কোনো গোলাগুলি হচ্ছিল না। বিমানটি একবার পেছনে একবার সামনে যায় এবং কোনো কারণ ছাড়াই তারা আমাদের বাহিনীর ওপর গোলাবর্ষণ করে। ’

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা শুধু সারকোজিকে (ফ্রান্স প্রেসিডেন্ট) পছন্দ করি। ন্যাটো বা অন্য কোনো পক্ষ আমরা চাই না। ’

ঘটনাস্থলের নিকটবর্তী শহর আজদাবিয়ার হাসপাতালের একজন চিকিৎসক শেরিফ হাসি বলেন, হামলায় দু’জন বিদ্রোহী নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

গত মাসে লিবিয়াতে গাদ্দাফি বিরোধী বিদ্রোহ সশস্ত্র রূপ নিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বেসামরিক লোকদের রক্ষায় গত ১৯ মার্চ যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটিশ যৌথ বাহিনী সামরিক হস্তক্ষেপ করে।

তবে লিবিয়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে পরিষদের অপর সদস্য চীন, রাশিয়া ও জার্মানি।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।