ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করে পরে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
এবার জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করে পরে প্রত্যাহার

টোকিও: জাপানের পূর্ব উপকূলীয় এলাকা হনসুতে বৃহস্পতিবার রাতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই ওই এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা।

তবে পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

সুনামির কারণে সমুদ্রে এক মিটার (তিন ফুটের বেশি) উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে দেশটির টেলিভিশনে প্রাথমিক খবরে বলা হয়। পরে সুনামির সতর্কতা তুলে নেওয়া হলেও ফুকোশিমা থেকে জনগণকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।  

গত মাসেও এক প্রলয়ংকরী ভূমিকম্প এবং সুনামিতে এলাকাটি স্মরণকালের ভয়াবহতম ক্ষতির শিকার হয়।   এতে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা ভেসে যায় এবং  হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে ফুকুশিমা পারমাণুকেন্দ্রটি বিধ্বস্ত হয়ে পরমাণু তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।  

বৃহস্পতিবারের ভূমিকম্পটি ফুকুশিমা থেকে ১১৮ কিলোমিটার উত্তরে (৭৮ মাইল) অনুভূত হয়।    

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।