ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে আবারো ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
জাপানে আবারো ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

টোকিও: জাপানের উপকূলীয় অঞ্চল মিয়াগিতে আবারো তীব্র ভূমিকম্পে কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক।



স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ৭ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর সুনামি সমর্কতা জারি করা হলেও এক  ঘণ্টা পরই তা প্রত্যাহার করা হয়। খবর এপি ও এএফপির।

১১ মার্চে ৯ মাত্রার ব্যাপক বিধ্বংসী ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ওই অঞ্চলসহ সারা দেশে সৃষ্ট সঙ্কট না কাটতেই আবার এমন দুর্যোগের শিকার হলো দেশটি।

ভূমিকম্পের পর উত্তর-পূর্ব উপকূলীয় অঞ্চলের শতশত অধিবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র সমুদ্রপৃষ্ট থেকে ৪০ কিলোমিটার নিচে ছিল যা সেনদাই শহর থেকে ৬০ কিলোমিটার এবং ফুকুশিমা থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে, জাপানের পারমাণু চুল্লি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টেপকো জানিয়েছে, এ ভূমিকম্প ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রের আরো অধিক ক্ষতি করতে পারে নি। তবে কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মীরা সবাই অক্ষত আছেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।