ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জলবায়ু আলোচনায় ধনী-দরিদ্র দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
জলবায়ু আলোচনায় ধনী-দরিদ্র দ্বন্দ্ব

ব্যাংকক: চলতি বছরের প্রথম জাতিসংঘের জলবায়ু আলোচনা শুক্রবার চূড়ান্ত দশায় এসে পৌঁছেছে। এতে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বের ব্যাপারে সমঝোতার চেষ্টা চলছে।

খবর এএফপির।

চারদিনের এ আলোচনায় আপাত লক্ষ্য হচ্ছে, আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বার্ষিক সম্মেলনের আগে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা, যাতে বছরের বাকি সময়টা সেসব বিষয়ে একমতে পৌঁছানো যায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দরিদ্র দেশগুলোর সঙ্গে ধনী রাষ্ট্রগুলোর এ আলোচনা গত মঙ্গলবার শুরু হয়েছে।

তবে প্রতিনিধিরা জানিয়েছে, শুক্রবার সকালেও বিষয়বস্তু নির্ধারণ করা ঠিক হয়নি। বিশেষ করে, বৈশ্বিক উষ্ণায়ন রোধে দরিদ্র দেশগুলো ধনী রাষ্ট্রগুলোর কাছ থেকে যে সহায়তা আশা করে তা নিয়ে বিতর্ক রয়েই গেছে।

ফ্রান্সের প্রতিনিধি সের্গে লেপেলতিয়ে বলেন, ‘প্রত্যেকেই খানিক আশ্চর্য হয়েছে। বিষয়টা আলোচনার টেবিলে চাই না, এতে দীর্ঘদিনের জন্য কথাবার্তা বন্ধ হয়ে যায়। ’

তবে প্রতিনিধিরা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। এতে বছর শেষে ডারবানে অনুষ্ঠেয় আলোচনার পথ তৈরি হবে।

লেপেলতিয়ে বলেন, ‘এ বছর আরো কঠিন হবে। কানকুনের চেয়েও কঠিন হবে ডারবান। ক্ষমতার দ্বন্দ্ব আবারো শুরু হয়েছে। ’

এরইমধ্যে কিছু ধনী দেশ জানিয়েছে, তারা ২০১২ সালে শেষ হওয়া কিয়োটো প্রটোকলে দ্বিতীয়বার সই করবে না। কারণ প্রধান পরিবেশ দূষণকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীন এতে সই করবে না।

যুক্তরাষ্ট্র কখনোই কিয়োটো প্রটোকলে অনুমোদন দেয়নি। দেশটির দূত চলতি সপ্তাহে জানান, এতে সই করার ইচ্ছা তাদের নেই। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীন গ্যাস নির্গমনের ব্যাপারে কোনো অঙ্গীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।