ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫৪ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫৪ জঙ্গি নিহত

খার (পাকিস্তান): পাকিস্তানি নিরাপত্তাবাহিনী আফগান সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী অঞ্চলে ৫৪ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। অভিযানে ৩ জন সেনাও নিহত হয়েছেন।

একজন সরকারি কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর এপির।

মহমান্দ আদিবাসী এলাকায় তালেবান জঙ্গি নির্মূলে বৃহস্পতিবার অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ওই এলাকার একজন উপ-প্রশাসক মাকসুদ হাসান জানান, সেনারা মহমান্দ আদিবাসী এলাকার পাইজাইয়ে নিয়মিত টহল দেওয়ার সময় জঙ্গিদের আত্রমণের মুখে পড়ে। পাল্টা গুলি করলে  ১০ জন জঙ্গি নিহত হয়।

হাসান বলেন, এ সময় গানশিপ ও হেলিকপ্টারের সহায়তা নেওয়া হয়।

হাসান বলেন, সেনাবাহিনী হেলিকপ্টার এবং বিমান পাঠালে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে ৪৪ জনেরও বেশি জঙ্গি নিহত ও অনেকেই আহত হয়।

তিনি আরো বলেন, একটি বাড়িতে মর্টারের গোলার আঘাতে দুই অথবা তিনজন বেসামরিক লোক নিহত হয়। তবে কোন পক্ষের মর্টারের গোলায় ওই বেসামরিক লোকজন নিহত হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না।

তবে, কোনো নিরপেক্ষ সূত্রে এ খবরের সত্যতা যাচাই করা কঠিন। কারণ আল-কায়েদা এবং তালেবান জঙ্গিদের অভয়াশ্রম হিসেবে পরিচিত ওই এলাকায় সেনারা কীভাবে প্রবেশ করে তা তারা বরাবর জানাতে ব্যর্থ হয়েছেন।

এছাড়া, পাকিস্তানি সেনারা ওই এলাকার অধিবাসীদের কে জঙ্গি আর কে বেসামরিক লোক- তা কীভাবে যাচাই করে সে ব্যাপারে খুব কম তথ্যই দেয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।