ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের ওপর বিমান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেনি ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
বিদ্রোহীদের ওপর বিমান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেনি ন্যাটো

আজদাবিয়া: বিদ্রোহীদের ওপর বিমান হামলায় দুঃখ প্রকাশের খবর অস্বীকার করেছে ন্যাটো। বিদ্রোহীদের ট্যাংক সনাক্ত করার ক্ষেত্রে বিভ্রান্তির কারণেই এমনটি ঘটেছে বলে তারা জানিয়েছে।

খবর আলজাজিরার।

লিবিয়াতে ন্যাটো বাহিনীর ডেপুটি কমান্ডার রিয়াল অ্যাডমিরাল রাসেল হার্ডিং বলেছেন, ওই সময় এটা সনাক্ত করা খুবই কঠিন ছিল ওই ট্যাঙ্কগুলো আসলে কারা চালাচ্ছে।

তিনি বলেন, ‘তখন পর্যন্ত আমরা পরিবর্তনকামী জাতীয় পরিষদের নিয়ন্ত্রণাধীন কোনো ট্যাংক ওই অঞ্চলে দেখিনি। ’

এর আগে বিদ্রোহীদের কমান্ডার জেন আবদেল ফাতাহ ইউনিসের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছিল, এ ঘটনায় ন্যাটোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার লিবিয়ার তেল সমৃদ্ধ ব্রেগা শহরে অবস্থানরত বিদ্রোহীদের ট্যাংকে ন্যাটো বাহিনী বিমান হামলা চালায়। এতে প্রাথমিকভাবে দুই বিদ্রোহী নিহত ও ১০ জন আহতের খবর পাওয়া যায়।

কিন্তু পরে বিদ্রোহীরা বলছেন, হামলায় তাদের ৪ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা বলছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।