ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন: ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান সালেহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
ইয়েমেন: ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান সালেহর

সানা: বিক্ষোভের মুখে পড়া ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ কথা বলেন।



এর আগে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সালেহির ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনার কথা প্রকাশ করে। কাতারের প্রধানমন্ত্রী শেখ হামিদ বিন জসিম আল-থানি এ তথ্য জানান।

সালেহ তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা জন্মেছি স্বাধানী। আমাদের স্বাধীন ইচ্ছা আছে। তাদের উচিৎ আমাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানানো। গণতন্ত্র, সংবিধান ও স্বাধীনতার বিরুদ্ধে যে কোনো ধরনের অভ্যুত্থান আমার প্রত্যাখ্যান করছি। ’

সালেহ বলেন, ‘মহান জনতার ক্ষমতা নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। কাতারের কাছ থেকে নয়, অন্য কারো কাছ থেকে নয়। এটা ইয়েমেনের অভ্যন্তরীণ ব্যাপারে অত্যন্ত উদ্ধত হস্তক্ষেপ। ’

তবে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-কুরবি বলেন, উপসাগরীয় দেশগুলোর প্রস্তাব ইয়েমেনের সরকার খুঁতিয়ে দেখছে। বিরোধীরা এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

এরইমধ্যে লাখো বিক্ষোভকারী রাজধানীয় সানায় জড়ো হয়েছে। এর একটি অংশ সালেহর পদত্যাগ দাবি করেছে। আরেকটি অংশ প্রেসিডেন্টকে সমর্থন করছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত ১২০ জনের বেশি আন্দোলনকারী নিহত হয়েছে। তিউনিসিয়া ও মিশরে জনগণের সফল অভ্যুত্থানের পর ইয়েমেনে এ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। গত ৩২ বছর ধরে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন প্রেসিডেন্ট সালেহ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।