ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজকীয় সাবমেরিনে নৌসেনার গুলিতে কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
ব্রিটিশ রাজকীয় সাবমেরিনে নৌসেনার গুলিতে কর্মকর্তা নিহত

লন্ডন: পারমাণবিক শক্তিচালিত একটি ব্রিটিশ সাবমেরিনে একজন রাজকীয় নৌসেনার গুলিতে এক কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর এক কর্মকর্তা।

এ সময় একজন রাজনীতিক বন্দুকধারীকে নিবৃত্ত করেন। যুক্তরাজ্য পুলিশ এ খবর জানিয়েছে। খবর এএফপির।

হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই সাবমেরিনের এক নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর সাউদাম্পটনে শুক্রবার এ ঘটনা ঘটে। তবে কর্মকর্তারা বলছেন, এর সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই।

হত্যাকা-টি ঘটে ব্রিটিশ নৌবাহিনীর সবচেয়ে উন্নত এবং নতুন সবামেরিন HMS Astute এর ডেকে। স্থানীয় পরিষদের নেতা রয়েস্টন স্মিথ ওই বন্দুকধারীকে ধরে ধরাশায়ী করেন এবং তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেন। তা না হলে আরো হতহতের ঘটনা ঘটতে পারত।

ওই রাজনীতিক সাবমেরিনে ভ্রমণ করছিলেন। সবামেরিনটি মাত্র ৭ সপ্তাহ আগে সমুদ্রে নামানো হয় এবং তিনি ৫ দিনের সফরে সেদিন সাউদাম্পটনে অবস্থান করছিলেন।

বন্দুকধারীকে নিবৃত্ত করার দুঃসাহসীক সিদ্ধান্ত সম্পর্কে রাজকীয় বিমান বাহিনীর সাবেক সদস্য স্মিথ বিবিসিকে বলেন, ‘ওই সেনার হাতে ৩০ রাউন্ড গুলির ম্যাগাজিন ছিল। সুতরাং আমার মনে হলো তাকে কারো থামানো উচিত। তাৎক্ষণিক সিদ্ধান্তে আমি তাকে নিরস্ত্র করার চেষ্টা করি। তবে আমার সৌভাগ্য যে সে আমাকে গুলি করেনি। ’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই সশস্ত্র পুলিশ, দমকলবাহিনী, চিকিৎসকরা এবং স্থানীয় বিমান অ্যাম্বুলেনস ওই সাবমেরিনে ছুটে যায়।

হ্যাম্পশায়ার পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ডেভিড থমাস গোলাগুলির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আহত অপরজনের অবস্থা গুরুতর।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

HMS Astute সাবমেরিনটির দৈর্ঘ ৩২৮ ফুট। প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা ২০০৭ সালের জুনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু গত বছরের আগস্টে এর যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।