ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন বাজেট-ব্যয় সঙ্কোচনের ঐতিহাসিক সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
মার্কিন বাজেট-ব্যয় সঙ্কোচনের ঐতিহাসিক সিদ্ধান্ত

ওয়াশিংটন: দীর্ঘ বিতর্কের পর সরকারি ব্যয় সঙ্কোচনের এক ঐতিহাসিক সিদ্ধান্তে একমত হয়েছে মার্কিন কংগ্রেস।

শুক্রবার রাতে ঘোষিত চূড়ান্ত সময় সীমার মাত্র এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কংগ্রেস নেতারা এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮ বিলিয়ন ডলার সরকারি ব্যয় সঙ্কোচনে একমত হয়েছেন।

এ সিদ্ধান্তের ফলে সরকারকে অনেক কর্মসূচি বন্ধ করে দিতে হবে।

এ নিয়ে কেন্দ্রীয় সরকারের ১৫ বছরের বিতর্কের অবসান ঘটল।

প্রেসিডেন্ট ওবামা একে ইতিহাসের সবচেয়ে বড় বাৎসরিক ব্যয় সঙ্কোচন বলে আখ্যায়িত করে বলেন, আমেরিকানদের তাদের সামর্থের মধ্যেই জীবনযাপন করতে হবে।

তিনি বলেন, এ কাজটা খুব কঠিন তবে প্রয়োজনীয়। ব্যয় সঙ্কোচনের কিছু কিছু খাত বেদনাদায়ক হবে।

ওবামা এ সিদ্ধান্ত সমর্থন ব্যক্ত করেছেন কিন্তু স্পষ্টত এটা রিপাবলিকানদের একটি বিজয় হিসেবেই দেখা হচ্ছে।

বিবিসির সাংবাদিক মার্ক মার্ডেল বলছেন, সামনে ২০১২ এর বাজেটের জন্য সংগ্রামটা এখনো শুরু হয় নি। দীর্ঘ মেয়াদে বাজেট ঘাটতি কমানো আরো কঠিন হবে বলেই মনে হচ্ছে।
 
সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রেইড এ সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটা দীর্ঘ দিন ধরে এ সংগ্রাম চলে আসছিল।

তিনি বলেন, ব্যয় কমাতে আমরা সরকারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। কারণ এ উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টিতে একটি অনুকূল পরিস্থিতির সৃষ্টি করবে।

স্পিকার জন বোয়েনার বলেছেন, আগামী এক দশকে সরকারকে ৫০০ বিলিয়ন ডলার ব্যয় সঙ্কোচন করতে হবে।

শুক্রবার রাত পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এটা হলে ৮ লাখ সরকারি কর্মচারি চাকরি হারাতেন।

সর্বশেষ ১৯৯৫ সালে রিপাবলিকান কংগ্রেস এবং ডেমোক্রেট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নেতৃত্বাধীন হোয়াইট হাউসর মধ্যে দ্বন্দ্বে সরকারি নিয়োগ বন্ধ হয়ে যায়।

এ অবস্থা ২০ বছর স্থায়ী ছিল।

বর্তমান স্থবির অবস্থা চলাকালে সম্প্রতি অর্থনীতিতে রক্ষণশীল নীতির সমর্থক টি-পার্টির চাপে রিপাবলিকানরা মার্কিন বাজেটে বড় ধরনের ব্যয় সঙ্কোচনের জন্য চাপ দেয়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।