ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নির্ধারিত সময়ে মার্কিনিরা ইরাক না ছাড়লে আবার প্রতিরোধ যুদ্ধ: সদর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
নির্ধারিত সময়ে মার্কিনিরা ইরাক না ছাড়লে আবার প্রতিরোধ যুদ্ধ: সদর

বাগদাদ: মার্কিনিরা নির্ধারিত সময়ে ইরাক না ছাড়লে তার বাহিনী ও সমর্থকরা প্রতিরোধ যুদ্ধে আবার সক্রিয় হবে বলে হুমকি দিয়েছেন চরমপন্থী শিয়া নেতা মুক্তাদা আল সদর। খবর এএফপির।



ইরাকে মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ সৃষ্টি করে সাড়া জাগানো এ শিয়া নেতা বলেছেন, ‘যদি আমেরিকানরা সময় মতো চলে না যায় তাহলে আমরা আমাদের প্রতিরোধ মাত্রা বাড়িয়ে দেব এবং মাহদি আর্মির তৎপরতা আবার শুরু হবে। ’

সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের ৮ম বার্ষিকীতে শনিবার উত্তর-পশ্চিম বাগদাদে মুসতানসারিয়া চত্বরে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে সদরের এ বিবৃতি পড়ে শুনান তার মুখপাত্র সালাহ আল ওবেইদি।

সদরের মাহদি আর্মি ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে একাধিকবার সম্মুখযুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু ২০০৮ সালে তারা নিজেদের গুটিয়ে নেয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গ্যাটসের দু’দিনের সফরে ইরাক ঘুরে যাওয়ার পরই সদর বাহিনীর পক্ষ থেকে এমন হুমকি আসল।

সফরকালে গেটস বলেছিলেন, যদি ইরাকের পক্ষ থেকে বলা হয় তাহলে ২০১১ সালের পরও কিছু সেনা  থেকে যেতে পারে।

গেটস ইরাকি রাজনীতিকদের উদ্দেশে বলেন, যদি তারা মার্কিন সেনা আরো কিছু দিন ইরাকে রাখতে চায় তাহলে যেনো শিগশিগরই তা জানানো হয়।

কিন্তু সদরের বিবৃতিতে বলা হচ্ছে, নির্ধারিত সময়ের পর সব মার্কিন সেনা অব্যশ্যই প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযানের পর এক লাখ ৭০ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল। পর্যায়ক্রমে তা কমিয়ে এখন ৫০ হাজারে নামিয়ে আনা হয়েছে। এ বছরের শেষের দিকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।