ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে বালুঝড়ে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

বার্লিন: জার্মানির উত্তরাঞ্চলে রাস্তায় উপর দিয়ে বয়ে যাওয়া বালুঝড়ে ৮ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর বিবিসির।

বাল্টিক সাগরের তীরবর্তী মেকলেনবার্গের ওয়েষ্টার্ন পোমেরিয়ানা রাজ্যে রকস্টকের কাছে চার লেনের রাস্তায় শুক্রবার বালু এবং ময়লা বয়ে যাওয়ার ফলে এই ঝড় হয়। ঝড়ে শতাধিক গাড়িতে আগুন ধরে যায়। এই ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শুষ্ক বাতাস, চাষের জন্য প্রস্তুত বালুময় জমি এবং ঝড়ো বাতাসকেই এই বালু ঝড়ের জন্য দায়ী বলে বলা হচ্ছে।

স্টিফিন নামের একজন গাড়িচালক সাংবাদিকদের জানান, হঠাৎ করেই বালুর কালো দেয়াল দেখতে পেলাম। এরপর আমি আর কোন কিছুই দেখতে পেলাম না। পরে আমি অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেলাম।

তিনি আরো বলেন,‘ এ ধরণের ঘটনা আমি জীবনে কখনো দেখি নাই। এটা ভাষায় বর্ণনা করা কঠিন। পরে বুঝতে পারলাম কী ঘটেছে। আমার মনে হচ্ছে এটা আমার দ্বিতীয় জন্ম’।
দুই দিকের রাস্তা বন্ধ করে উদ্ধারকাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।