ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
নাইজেরিয়ায় ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণ

লাগোস: নাইজেরিয়াতে ভোট কেন্দ্রের কাছে শনিবার এক বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। এর একদিন আগে একটি নির্বাচন কেন্দ্রে বোমা বিস্ফোরণে কাছে ১১ জন নিহত হয়েছে।

খবর এএফপির

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগুরিতে শনিবারের এই বোমা বিস্ফোরণের কারণ সম্পর্কে  বিস্তারিত কিছুই জানা যায়নি। সাম্প্রতিক সময়ে দেশটিতে এরকমের বেশ কয়েক দফা সংঘর্ষের জন্য একটি ইসলামপন্থী ভিন্নমতালম্বী গ্রুপকে দায়ী করা হয়।

জরুরী ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইউসায়ু শোয়েব জানান, এই মুহূর্তে নিহতের কোন খবর নেই। তবে আহত এবং ক্ষতিগ্রস্তদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।     

ইলেকট্রোরাল কমিশনের মুখপাত্র মুদগুরুতে বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ২১০৯ঘণ্টা, এপ্রিল ০৯,২০১১  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।