ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১
নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত

আমস্টারডাম: নেদারল্যান্ডে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

  খবর বিবিসির

আমস্টারডামের ১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে আলফেন অ্যান ডেন রিজিন শহরের ব্যস্ত বিপণিবিতানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
শহরের মেয়র বলেন, বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি করে নিজে আত্মহত্যা করেন।

বন্দুকধারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ডাচ গণমাধ্যমের খবরে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, বাদামি চুলের ওই ব্যক্তির বয়স ২৫ এর কাছাকাছি। সে লেদার জ্যাকেট এবং ট্রাউজার পরা ছিল।

 বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা,এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।