ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যয় সংকোচন বিলে ওবামার সই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১
ব্যয় সংকোচন বিলে ওবামার সই

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাময়িকভাবে ব্যয় সংকোচন বিলে শনিবার সই করেছেন। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা সৃষ্টির ঝুঁকি এড়ানো সম্ভব হলো।

খবর এএফপির।

শনিবার সিনেটে কণ্ঠভোটে ব্যায় সংকোচন বিলটি পাস হয়। বিলের পক্ষে ভোট পড়ে ৩৪৮ এবং বিপক্ষে পড়ে মাত্র ৭০টি।

একইসঙ্গে ওবামার ডেমোক্রাট দল ও বিরোধী রিপাবলিকানদের মধ্যকার দ্বন্দ্বের আপাত অবসান হয়েছে। গত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রাটরা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় সংখ্যাগরিষ্ঠতা হারায়। আর কোনো মতে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে তারা।

চলতি অর্থ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাজেটে তিন হাজার ৮৫০ কোটি ডলার ব্যয় কমানোর বিলে পার্টির নেতারাও সম্মতি জানিয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে কংগ্রেসের নেতারা এ বিষয়ে একমত হন।

এদিকে, শনিবার লিংকন মেমোরিয়ালে এক আকস্মিক সফরে যান ওবামা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্কসহ আরো অনেক দর্শনীয় স্থান যেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল এটি তার একটি।

এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের সঙ্গে তিনি খুব সংক্ষিপ্ত কথা বলেন। ওবামা তাদের বলেন, ‘আমি খুব কম সময় নিয়ে বলতে চাই, কংগ্রেস এ ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে পেরেছে। সুতরাং আজ এ স্থান সবার জন্য উন্মুক্ত। সবাই তাদের ভ্রমণ উপভোগের  সুযোগ পাচ্ছে। ’

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে এ রকম সহযোগিতা পেলে আমার বিশ্বাস আমরা আরো অগ্রসর হতে পারব। ’

তবে সরকারি দল ডেমোক্র্যাটদের কাছ থেকে দাবির পুরোটা আদায় করতে না পেরে অনেক রিপাবলিকান কিছুটা হতাশায় ভুগছেন। মার্কিন রাজনীতিতে সম্প্রতি আবির্ভূত রক্ষণশীল টি পার্টি সমর্থক কংগ্রেস সদস্য মিশেল ব্যাচম্যান ফক্স নিউজকে বলেন, ‘ আমরা ভাল কোনো সিদ্ধান্ত নিতে পারিনি বলে দেশের মানুষ ক্ষুব্ধ। ’

তিনি আরো যোগ করেন, যদি ব্যয় আরো কমানো না হয় তাহলে আগামী ৫ মাসের জন্য নেওয়া এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ভোট দেবেন।

সহযোগিতার ভিত্তিতে সংকট মোকাবেলার এ সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করে প্রেসিডেন্ট ওবামা একে ইতিহাসের সবচেয়ে বড় ব্যয় সংকোচন বলে উল্লেখ করেন।

এ সিদ্ধান্তটি এমন সময় নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রের বাৎসরিক বাজেটে ১ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার ঘাটতি রাখা হয়েছিল।

শনিবার ওবামা বলেন, যে সব খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত হচ্ছে তা অনেকের জন্য বেদনাদায়ক হবে। তবে মার্কিনিদের তাদের সামর্থ্যরে মধ্যে জীবনযাপন করার পরামর্শ দেন তিনি। এ ব্যয় সংকোচনকে তিনি বিনিয়োগ নিরাপত্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সহায়ক বলে বর্ণনা করেন।

শুক্রবার মধ্যরাত রাত পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এটা হলে ৮ লাখ সরকারি কর্মচারি চাকরি হারাতেন।

সর্বশেষ ১৯৯৫ সালে রিপাবলিকান কংগ্রেস এবং ডেমোক্রেট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নেতৃত্বাধীন হোয়াইট হাউসের মধ্যে দ্বন্দ্বে সরকারি প্রশাসনের একাংশে অচলাবস্থা সৃষ্টি হয়। এ অবস্থা ২০ বছর পর্যন্ত স্থায়ী ছিল।

বর্তমান স্থবির অবস্থা চলাকালে সম্প্রতি অর্থনীতিতে রক্ষণশীল নীতির সমর্থক টি পার্টির চাপে রিপাবলিকানরা মার্কিন বাজেটে বড় ধরনের ব্যয় সঙ্কোচনের জন্য ডেমোক্র্যাট সরকারকে চাপ দেয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।