ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতারণার অভিযোগ আবার আদালতে বেরলুসকোনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
প্রতারণার অভিযোগ আবার আদালতে বেরলুসকোনি

মিলান: প্রতারণার অভিযোগের বিরুদ্ধে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় কৌঁসুলিদের দোষারোপ করেছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। খবর এএফপির

আদালতে প্রবেশের আগে বেরলুসকোনি সাংবাদিকদের বলেন, কৌঁসুলিরা দেশের বিরুদ্ধে কাজ করছেন।

এ সময় আদালতের বাইরে তার ফ্রিডম পার্টির সমর্থকরা ‘সিলভিওকে রক্ষা কর’ লেখা প্ল্যাকার্ড বহন করছিল।

রাজনৈতিক হয়রানি বন্ধ করার জন্য ইতালির বিচার বিভাগের খুঁটি-নাটি পরীক্ষা করার কথা বলেন বেরলুসকোনি।

উল্লেখ্য, বিচারকদের তদন্তের অতিরিক্ত  ক্ষমতা কমানোর জন্য এ বছরের প্রথম দিকে সংস্কার প্রস্তাব আনার কথা বলেছিল তার সরকার।

প্রধানমন্ত্রী গত সপ্তাহে তার বিরুদ্ধে আনা ক্ষমতার অপব্যবহার এবং অপ্রাপ্তবয়স্ক পতিতাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগে যে বিচার চলছে তার তীব্র সমালোচনা করেন।        

তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে হাস্যকর, পাগলামো এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

বেরলুসকোনি (৭৪) বিরুদ্ধে ১৭বছর বয়সী কারিমা এল মাহরুগের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক গড়ে তোলার এবং ক্ষমতার অপব্যবহার করে তাকে ছাড়িয়ে আনার অভিযোগ রয়েছে।  

অভিযোগ প্রমাণিত হলে বেরলুসকোনির ১২ বছরের বেশি কারাভোগ করতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৬ঘণ্টা, এপ্রিল ১১. ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।