ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেট-উইলিয়ামের বিয়েতে মিঃ বিন

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
কেট-উইলিয়ামের বিয়েতে মিঃ বিন

ঢাকা: বিশ্বের সাড়া জাগানো কৌতুক অভিনেতা ৫৬ বছর বয়স্ক ইংল্যান্ডের রোয়ান অ্যাটকিসন (মিঃ বিন) ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেটের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েছেন।

ফিনল্যান্ডের জনপ্রিয় পত্রিকা ইভিনিং পোস্টের মতে প্রিন্স উইলিয়ামের পিতা প্রিন্স চার্লসের অনেক ঘনিষ্টদের মধ্যে মিঃ বিন হলেন একজন।

২০০৫ সালে প্রিন্স চার্লস ও ক্যামিলা পারকারের রাজকীয় বিয়েতেও মিঃ বিন আমন্ত্রিত হয়েছিলেন। তাছাড়া রোয়ান অ্যাটকিসন প্রিন্স চার্লস ও কামিলা পারকার উভয়ের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

আগামী ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের ঐতিহাসিক গির্জায় এই রাজকীয় বিয়ে সম্পন্ন হবে। সারা বিশ্ব থেকে ১৯০০ অতিথি এ অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।