ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে আল কায়েদার শীর্ষ নেতার আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ৬, ২০১১
সৌদি আরবে আল কায়েদার শীর্ষ নেতার আত্মসমর্পণ

রিয়াদ: সৌদি আরবের একজন জ্যেষ্ঠ জঙ্গি নেতা আত্মসমর্পণ করেছেন। যুক্তরাষ্ট্রের হাতে পাকিস্তানে ওসামা বিন লাদেনের হত্যার পর এই প্রথম এরকম ঘটনা ঘটল।



সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই নেতার নাম খালেদ হাথাল আল-কাহতানি। তিনি সৌদি আরবের মোস্ট ওয়ান্টেড ৪৭ জন ব্যক্তির একজন। চলতি সপ্তাহের শুরুতে তিনি আত্মসমপর্ণ করেন। তিনি আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা নামের একটি সংগঠনের নেতা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওসামা বিন লাদেনে মৃত্যুর কারণে কাহতানি আত্মসমর্পণ করেছেন বিষয়টা এমন নয়। জিহাদ ইন সৌদি অ্যারাবিয়া এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ নরওয়ের নাগরিক থমাস হেগহ্যামার বলেন, ‘এরকম আরও ঘটনা আছে। এটা সম্ভবত অন্য কারণে। পারিবারিক চাপেও তিনি এ সিদ্ধান্ত নিতে পারেন। ’

সৌদি আরবে অনেক জঙ্গি পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। কেউ অন্যত্র পালিয়ে গেছেন। সম্প্রতি দেশটিতে জঙ্গিদের প্রতি সমর্থন তাৎপর্যপূর্ণভাবে কমে গেছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি বলেন, কাহতানি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আত্মসমপর্ণ করেন। কাহতানি ইয়েমেন থেকে আল কায়েদার কার্যক্রম চালাতেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।