ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওমানে চাকরি ও বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১১
ওমানে চাকরি ও বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার

সালালা: ওমানে চাকরি ও বেতন বাড়ানোর দাবিতে শনিবার বিক্ষোভরত বেশ কয়েকজন তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে এ তথ্য জানান।



গত শুক্রবার রাজধানী সালালাতে নতুন করে বিক্ষোভ শুরু হয়। আগের দিন প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়ে নিরাপত্তা বাহিনী। এদিনও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্ষোভকারী গণামাধ্যমকে বলেন, ‘নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লাঠিপেটা করে এবং তাদের আটক করে তিনটি সেনাবাসে তুলে নিয়ে যায়। ’ শনিবার সকাল পর্যন্তও নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

আন্দোলনকারীরা চাকরি, বেতন বাড়ানো ও দুর্নীতির নির্মূলের দাবিতে ওমানের রাস্তায় নেমেছে। তারা রক্ষণশীল সুলতানি শাসনব্যবস্থায় সংস্কারেরও আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্রের মিত্র সুলতান কাবুস বিন সাইদ ৪০ বছর ধরে ওমান শাসন করছেন। আরব বিশ্বের দেশে দেশে জনপ্রিয় গণঅভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে ওমানেও দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীদের দাবির প্রতি সাড়া দিয়ে সুলতান কাবুস গত এপ্রিলে ২৬০ কোটি মার্কিন ডলারের প্যাকেজ ঘোষণা করেন। তবে এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে।

চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে পূর্বাঞ্চলীয় জালান বানি বু আলি শহরে ছয়জনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।