ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে সর্বোচ্চ পরমাণু সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
জাপানে সর্বোচ্চ পরমাণু সতর্কতা জারি

টোকিও:  ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানে কর্তৃপক্ষ পরমাণু বিপর্যয়ের আশঙ্কায় মঙ্গলবার সর্বোচ্চ ৭ মাত্রার সতর্কতা জারি করেছে। এর আগে সবশেষ ১৯৮৬ সালে চেরনোবিলে ৭ মাত্রার সতর্কতা জারি করা  হয়েছিল।



টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জাপানের পরমাণু নিরাপত্তা কামিশনের এক কমকর্তা জানান,‘ কর্তৃপক্ষ ফুকুশিমা পরমাণু প্রকল্পের সংকটে সতর্কতার মাত্রা বাড়িয়ে ৭ নির্ধারণ করেছে’।

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য বড় ধরনের হুমকি ।
সোমবার জাপান সরকার ফুকুশিমা কেন্দ্রের ২০ কিলোমিটার এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নিদের্শ দিয়েছে।

মঙ্গলবার সকালে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের  ৪ নম্বর চুল্লিতে আগুন লাগে তবে, তা অন্য চুল্লিগুলোতে ছড়িয়ে পড়েনি বলে টোকিও বিদ্যুৎ শক্তি সংস্থা জানিয়েছে।

১১ মার্চের স্বরনকালের ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি ভাবে ১৩ হাজার ২১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।