ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইভরি কোস্ট থেকে অবরোধ প্রত্যাহারে প্রস্তুত ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
আইভরি কোস্ট থেকে অবরোধ প্রত্যাহারে প্রস্তুত ইইউ

ব্রাসেলস: আইভরি কোস্টের ওপর ইতিমধ্যে আরোপ করা সব নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। ক্ষমতা আঁকড়ে থাকা লরা বাগবোকে গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার ইইউ-এর একজন উর্ধ্বতন কূটনীতিক এ কথা বলেন।



আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া প্রেসিডেন্ট অ্যালাসান ওয়াত্তারার প্রশাসনের সঙ্গে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউ আলোচনা করবে বলে নিকোলাস ওয়েসকট উল্লেখ করেন।

এদিকে, গত সপ্তাহে ওয়াত্তারার আবেদনের পরিপ্রেক্ষিতে ইইউ এরই মধ্যে আবিদজানের বন্দর, কয়েকটি তেল কোম্পানি এবং আরও কিছু প্রতিষ্ঠানের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে ইইউ।

গত নভেম্বরে নির্বাচনে জয়ী পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট অ্যালাসান ওয়াত্তারা দেশটিতে রাজনৈতিক অচল অবস্থা সাম্প্রতিক সংঘাত সৃষ্টির জন্য বাগবোকে দায়ী করেছেন। তিনি বলেন, বাগবোকে বিচারের মুখোমুখি হতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।