ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার পরিণতি হবে সোমালিয়ার মতো: আশঙ্কা মুসা কুসার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
লিবিয়ার পরিণতি হবে সোমালিয়ার মতো: আশঙ্কা মুসা কুসার

ত্রিপোলি: লিবিয়ায় সহিংসতা বন্ধ না হলে দেশটি আরেকটি সোমালিয়ায় পরিণত হবে। স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির মন্ত্রিসভা থেকে পদত্যাগী পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা মঙ্গলবার এই আশঙ্কা করেন।

খবর এএফপির।

লিবিয়া থেকে ব্রিটেন যাওয়ার পর প্রথমবারের মতো মুসা কুসা জনগণের উদ্দেশে তার লিখিত বিবৃতি পড়ে শোনান। আফ্রিকান ইউনিয়নের লিবিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বানের পর মুসা কুসা তার আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, লিবিয়ার বিক্ষোভকারীরা গাদ্দাফির পতনের আগে কোনো ধরনের অস্ত্রবিরতির আহ্বান রক্ষা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে বেসামরিক ২৫০ নাগরিক হত্যা করার জন্য বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে।

ন্যাটো বাহিনী গাদ্দাফির পতনের জন্য অভিযান পরিচালনা করলেও তার বাহিনীর বিরুদ্ধে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সাফল্য অর্জন করতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।