ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুকে সিরিয়ায় নতুন করে বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
ফেসবুকে সিরিয়ায় নতুন করে বিক্ষোভের ডাক

নিকোসিয়া: সিরিয়ায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে মঙ্গলবার নতুন করে বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে। শহীদ, আহত ও আটক ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে এ আহ্বান জানানো হয়েছে।

খবর এএফপির।

ফেসবুকের একটি পেজে সংগঠকরা জানায়, ‘আজ ১২ এপ্রিল শহীদ, আহত ও আটক ব্যক্তিদের প্রতি সংহতি জানানোর দিন। তারাই তরুণ বিপ্লবের নায়ক। ’

বিক্ষোভকারীদের খোলা ওই গ্রুপ পেজে বলা হয়, ‘জখম হওয়া সত্ত্বেও আমরা বিক্ষোভে শান্তিপূর্ণভাবে অংশ নিব। স্বাধীনতা অর্জন করবই। আমরা থামব না, পিছু হটব না। আমাদের দাবি পরিষ্কার। এই বিপ্লব জনগণের জন্য, জনগণই করবে। আমাদের পথ শান্তিপূর্ণ, লক্ষ্য স্বাধীনতা। ’

দারা ও বানিয়াস শহরে গত সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর হামলায় অন্তত ৩০ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর এই আন্দোলনের ডাক দেওয়া হলো। একইদিন দুই কর্মকর্তাসহ নয়জন সেনা সদস্য মারা যায় বলেও জানা যায়। বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশে সিরিয়ার ছাত্ররা গত সোমবার দামাস্কাসে মিছিল আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।