ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাতের কব্জি দেখে হৃদযন্ত্র সম্পর্কে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
হাতের কব্জি দেখে হৃদযন্ত্র সম্পর্কে সতর্কতা

ঢাকা: শিশুদের হাতের কব্জি বড় হলে তা ভাল লক্ষণ নাও হতে পারে। ইতালির একদল গবেষক জানান, শিশুদের হাতের কব্জি বড় হলে দেখা গেছে, অনেক ক্ষেত্রেই তাদের পরবর্তী জীবনে হৃদযন্ত্রের সমস্যা থাকে।



‘সারকুলেশন: জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। ইতালির রোমের সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাতের কব্জির আকৃতি দেখে শিশুর হৃদপি-ের ঝুঁকি নির্ণয় করার পদ্ধতি আবিষ্কার করেছেন।

গবেষকরা হাতের কব্জির আকারের সাথে ইনসুলিন ক্ষরণের একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন এবং দেখেছেন যে যাদের কব্জি বড় তাদের ইনসুলিন ক্ষরণে বাঁধা পায় এবং তা পরবর্তী জীবনে হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে।

প্রায় ৫০০টি মুটিয়ে যাওয়া শিশুর হাতের কব্জি পরীক্ষা-নিরীক্ষা করে এবং তাদের হাতে ‘এমআরআই স্ক্যান’ পদ্ধতি ব্যবহার করে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন।  

গবেষণাটির প্রধান পরিচালক র‌্যাফেইলা বুজটি বলেন হাতের কব্জি বড় হবার সঙ্গে ইনসুলিন প্রতিরোধের সম্পর্ক খুবই শক্তিশালী।

গবেষকরা দেখান যে হাতের কব্জির আকার শুধু ফিতা দিয়ে মেপেই একটি শিশুর মেদের পরিমাণ নির্ণয় করা যায়।

গবেষক ডা. মার্কো কাপিজ্জি বলেন, কব্জি কতটা বড় হলে সেটা বিপদজ্জনক হবে তা ঠিকঠিকভাবে বের করতে না পারলেও বড় কব্জি যে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাঁধার সঙ্গে সম্পর্কিত।

শিশুর শরীরের উচ্চতা বা ওজন জেনে যতটা ঠিকভাবে তার ইনসুলিন ক্ষরণ নির্ণয় করা যায় তার চেয়ে হাতের কব্জি দেখে তা নির্ণয় করা সহজ হয়।

ডেইল মেইল অবলম্বনে দেবোত্তম কুমার দেবনাথ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।