ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব শাক্তির কাছে স্বীকৃতির দাবি লিবিয়ার বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
বিশ্ব শাক্তির কাছে স্বীকৃতির দাবি লিবিয়ার বিদ্রোহীদের

দোহা: বিশ্ব শক্তির কাছে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছে লিবিয়ার বিদ্রোহীরা। বুধবার দোহায় লিবিয়া বিষয়ে বিশ্ব নেতারা বৈঠক করবেন।

মুয়াম্মার গাদ্দাফির অপসারণই লিবিয়ার সংকট নিরসনের এক মাত্র পথ বলে উল্লেখ করেছে বিদ্রোহীরা। খবর এএফপির।
 
দোহায় অনুষ্ঠেয় বৈঠকেই প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্রোহীদের জাতীয় পরিবর্তনকামী পরিষদের প্রতিনিধিরা তাদের দাবি জানানোর সুযোগ পাচ্ছে।

বিদ্রোহী নেতা মাহমুদ শাম্মাম জোর দিয়ে বলেন, লিবিয়ায় সরকার গঠনের বৈধতার জন্য তার দল আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায় করতে চান।

গাদ্দাফির পতন এবং তার স্বপরিবারে দেশ ত্যাগ ছাড়া অন্য কোনো পথই বিদ্রোহীরা মেনে নেবেনা বলে আবারও দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছে বিদ্রোহীরা।

এদিকে, লিবিয়ার বিদ্রোহীদের পরিষদকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, ইতালি এবং কাতার। দেশটির দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সম্প্রতি বিদ্রোহীরা তাদের শাসন চালু করেছে।    

যুদ্ধকালীন সময়ে গাদ্দাফি বাহিনীর হামলায় ১০ হাজার মানুষকে হত্যা, ২০ হাজার জন নিখোঁজ এবং ৩০ হাজার জন আহত হয়েছে বলে মঙ্গলবার বিদ্রোহীরা দাবি করেছে।

স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের লক্ষ্যে ন্যাটো দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।