ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের টেলিকম ক্যালেঙ্কারি মামলায় ফের শুনানি বুধবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
ভারতের টেলিকম ক্যালেঙ্কারি মামলায় ফের শুনানি বুধবার

দিল্লি: কয়েকশ‘ কোটি ডলার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের টেলিকমমন্ত্রী আন্দিমঠু রাজাকে আজ আবার আদালতে হাজির করা হচ্ছে। খবর এসডিটিভির।



বুধবার তাকেসহ ৯ অভিযুক্তকে দিল্লি আদালতে হাজির করার কথা রয়েছে।

২০০৮ সালে ঘুষের বিনিময়ে টুজি স্পেকট্রামকে টেলিকম লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারতের কেন্দ্রীয় তদন্তসংস্থা তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।

দুর্নীতি তদন্তকারীদের অনুমান এতে করে ভারতের প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার রাজস্ব ক্ষতি হয়েছে। তবে রাজা বরাবরই তা অস্বীকার করেছেন।

এ দুর্নীতির অভিযোগে গত বছর রাজাকে মন্ত্রীত্ব ছাড়তে বাধ্য করা হয়।   এ বছরের ফেব্রুয়ারিতে তাকে আটক করে হাজতে বন্দি রাখা হয়েছে।

এ রাজাসহ আরো ৮ জনকে যাদের মধ্যে দুইজন আমলাও রয়েছেন যাদের একটি বিশেষ আদালতে মামলায় নিয়মিত শুনানির জন্য বুধবার উপস্থিত করা হবে বলে আশা করা হচ্ছে। এদের মধ্যে ৪ জন জেলা হাজতে আছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে দুটি কোম্পানিও রয়েছে।

আজকের শুনানিতে যদি বাকি ৫ জনের জামিন মঞ্জুর করা না হয় তাহলে তাদেরও জেলহাজতে নেওয়া হবে।

রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। যদি এ অভিযোগ আদালতে প্রমাণিত হয় তাহলে তিনি ৭ বছরের কারাদ দত হবেন।

ভারতে স্মরণকালের সবচেয়ে বড় এ অর্থ ক্যালেঙ্কারি সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও এর সঙ্গে আরো একাধিক দুর্নীতির খবর সম্প্রতি ফাঁস হয়েছে।

এদিকে, গতসপ্তাহে দুর্নীতিবিরোধী বিপুল সংখ্যক মানুষের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ ভারতের দুর্নীতিবিরোধী আইন আরো কঠোর করতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, টেলিকম সেক্টরে ভারত বিশ্বের সবচেয়ে উদীয়মান বাজার। এখানে একশ কোটির বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।