ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে ১২৭টি মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
মেক্সিকোতে ১২৭টি মৃতদেহ উদ্ধার

মেক্সিকোসিটি: উত্তর মেক্সিকোতে মঙ্গলবার পাঁচটি নতুন গণকবরে আরো ১১টি মৃতদেহ পাওয়া গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে মোট উদ্ধার করা মৃতদেহের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে।



সিনালোয়া আদালতের একজন কর্মকর্তা এএফপিকে জানান, প্রশান্ত মহাসাগরের উপকূলীয় এলাকার সিনালোয়া রাজ্যে গণকবর থেকে দু‘জন মহিলাসহ ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, উত্তর-পূর্বাঞ্চলীয় তামিউলাপাস রাজ্যের গণকবর থেকে তারা ১১৬টি মৃতদেহ উদ্ধার করেছেন।

মেক্সিকো সরকার তামিউলাপাস হত্যাকাণ্ডের জন্য জিতাস গ্যাংকে দায়ী করেছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কর্মকর্তারা সিনালোয়া পশুখামারে যে গণকবর পাওয়া গেছে সে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের নাম প্রকাশ করেনি।

উল্লেখ্য, মেক্সিকোতে মাদক নিয়ে সহিংসতায় হতাহতের ঘটনা অহরহ ঘটে থাকে এবং এইসব মাদক ব্যবসায়ী দল দেশটিতে খুবই শক্তিশালী।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।