ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হোসনি মোবারকের স্বাস্থ্যোন্নতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১
হোসনি মোবারকের স্বাস্থ্যোন্নতি

কায়রো: হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের স্বাস্থ্যগত অবস্থা এ মুহূর্তে স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। সরকারি বার্তা সংস্থা মেনা বৃহস্পতিবার এ তথ্য জানান।



গত বুধবার মোবারক ও তার দুই ছেলের বিরুদ্ধে ১৫ দিনের আটকাদেশ দেন আদালত। দুই ছেলে গামাল ও আলা এ মুহূর্তে কায়রোর তোরা জেলাখানায় রয়েছে। আইনজীবীদের জিজ্ঞাসাবাদের সময় মোবারক অসুস্থ হয়ে পড়লে অবকাসকেন্দ্র শারম আল-শেখের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সরকারের প্রধান কৌঁসুলি আবদেল মাহমুদ বিক্ষোভকারীদের দমন করতে সামরিক বাহিনী কেন ব্যবহার করা হলো এ বিষয়ে তদন্তের জন্য এ আটকাদেশ দেন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মোবারকের বিরুদ্ধে দেশজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। মোবারক ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।