ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইতালীয় নাগরিককে অপহরণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
গাজায় ইতালীয় নাগরিককে অপহরণের পর হত্যা

গাজা: গাজায় ফিলিস্তিনপন্থী এক ইতালীয় মানবাধিকার কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অপহৃত হওয়ার কয়েক ঘণ্টা পরই শহরের একটি পরিত্যক্ত বাড়িতে ভিত্তোরিয় অ্যারিগনি (৩৬) নামের এই ইতালীয়র মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

হামাস নিয়ন্ত্রিত এলাকার নিরাপত্তা বাহিনী সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে। খবর এপি ও বিবিসির।

২০০৭ সালে বিবিসির সাংবাদিক অ্যালান জনস্টনের পর গাজায় এই প্রথম কোনো বিদেশি নাগরিক অপহরণের ঘটনা ঘটল।

স্থানীয় চরমপন্থী দল সালাফি এ কাজ করেছে বলে জানা গেছে। গত মাসে আটক তাদের এক নেতার মুক্তির দাবিতে তারা অ্যারিগনিকে অপহরণ করে।

এর আগে সালাফিরা হুমকি দিয়েছিল, হামাসের হাতে আটক তাদের নেতা শেখ আবু ওয়ালিদ আল মাকদাসিসহ অন্য সদস্যদের মুক্তি না দিলে অ্যারিগনিকে হত্যা করা হবে।

এ ঘটনায় কমপক্ষে একজনকে আটক করা হয়েছে বলে হামাস সরকারের কর্মকর্তারা জানিয়েছেন। সালাফি গ্রুপের অভিযোগ হামাস অতি উদারপন্থী দল। সবসময় হামাসের বিরোধিতা করে আসছে তারা।

ইউটিউবে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় অ্যারিগনিকে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তার চোখ বাঁধা।

ভিডিও চিত্রের ক্যাপশনে লেখা ছিল, ‘এই ইতালিয়ো আমাদের দেশে দুর্নীতি ছড়িয়ে দিতে অনুপ্রবেশ করেছে। ’ সেখানে ইতালিকে একটি ‘কাফের’ দেশ হিসেবে উল্লেখ করা হয়।

অ্যারিগনি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের একজন সদস্য। তিনি গত কয়েক বছর থেকে গাজায় অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।