ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফিকে যেতেই হবে: পশ্চিমা নেতাদের যৌথ বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
গাদ্দাফিকে যেতেই হবে: পশ্চিমা নেতাদের যৌথ বিবৃতি

ত্রিপোলি: লিবিয়াতে গাদ্দাফির পতন না হওয়া পর্যন্ত যৌথবহিনীর সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন নেতারা।

ইউরোপ ও আমেরিকায় প্রভাবশালী পত্রিকাগুলোতে শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে খুব কঠোর ভাষায় নেতারা বলেন, গাদ্দাফিকে ক্ষমতায় রেখেই অভিযান শেষ করা হবে লিবিয়ার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।



যৌথ বিবৃতিটি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তারা বলেন, এটা অচিন্তনীয় যে, কিছু লোক যারা নিজেদের লোকদের হত্যা করে তারা ভবিষ্যত সরকারের একটি অংশ থাকবে।

সুতরাং গাদ্দাফি যতোদিন ক্ষমতা আঁকড়ে থাকবে ততোদিন ন্যাটো এবং এর জোট তাদের কার্যক্রম চালিয়ে যাবে যাতে বেসামরিক লোকেরা নিরাপদে থাকে এবং তাদের সরকার গঠনের  ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে।

এদিকে গাদ্দাফির পক্ষ থেকে এ বিবৃতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। ১৯৮৬ সালে লিবিয়ায় আমেরিকার হামলায় নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক র‌্যালিতে গাদ্দাফির মেয়ে আয়েশা বলেন, তার বাবার ক্ষমতা ছেড়ে যাওয়া হবে লিবিয় জনগণের জন্য খুবই  অপমানের।

তিনি বলেন, গাদ্দাফির পদত্যাগ নিয়ে কথা বলা লিবিয়ার জনগণের জন্য অপমানের কারণ তিনি শুধু লিবিয়াতেই নন তিনি আছেন লিবিয়ার জনগণের অন্তরে।

লিবিয়াতে আমেরিকান হামলার ২৫তম বর্ষপূর্তিতে আয়োজিত এ র‌্যালিটি জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

এদিকে, সরকারি বাহিনীর হাতে বেসামরিক লোকেরা গণহত্যার শিকার হচ্ছে উল্লেখ করে বিমান হামলা আরো বাড়াতে  বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর প্রতি আবেদন জানিয়েছে বিদ্রোহীরা।

মিসরাতায় গাদ্দাফি বাহিনীর হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে তারা দাাবি করছেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।