ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সিআইএ-র কার্যক্রম চলবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
পাকিস্তানে সিআইএ-র কার্যক্রম চলবে

ওয়াশিংটন: পাকিস্তানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-র কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। যদিও এর কার্যক্রম নিয়ে ইসলামাবাদের অভিযোগ রয়েছে।

খবর ডনের।

যুক্তরাষ্ট্রের মানববিহনী বিমান ড্রোন হামলার তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। আর সিআইএ পরিচালক লেওন প্যানেট্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর হামলা ঠেকাতে গোয়েন্দা কর্মকর্তাদের দায়িত্ব রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে এ কথা বলেন।

তিনি বলেন, “প্যানেট্টা পরিষ্কার ভাষায় পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তার প্রাথমিক দায়িত্ব আমেরিকার জনগণকে রক্ষা করা এবং এ কারণে তিনি পাকিস্তানে সিআইএ-র অভিযান বন্ধ হবে না। ’

গত সোমবার ওয়াশিংটনে পাকিস্তানের গোয়েরন্দা সংস্থা আইএসআই-এর প্রধান আহমদ শুজা পাশার সঙ্গে লেওন প্যানেট্টা আলোচনা করেন।

এসময় পাশাসহ বিভিন্ন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাকিস্তানে ড্রোন হামলা ও সিআইএ-র সংখ্যা কমানোর আহ্বান জানান।

সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ড্রোন হামলার সমালোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।