ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দোষী সাব্যস্ত হলে মোবারকের ফাঁসি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
দোষী সাব্যস্ত হলে মোবারকের ফাঁসি হতে পারে

কায়রো: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার আদেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড অথবা ফাঁসি পর্যন্ত হতে পারে। সরকারি গণমাধ্যমে শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়।

খবর এএফপির।

সরকার নিয়ন্ত্রিত দৈনিক আল-আহরাম কায়রোর আপিল আদালতের প্রধান জাকারিয়া শালাশের উদ্ধৃতি দিয়ে জানায়, মোবারকের মৃত্যুদ- হতে পারে। এর শুনানি শেষ হতে অন্তত এক বছর লাগে বলেও তিনি জানান।

এদিকে, কায়রোর সরকারি কৌঁসুলি শুক্রবার জানান, ক্ষমতাচ্যুত হোসনি মোবারককে সামরিক হাসপাতালে নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থার উন্নতি হলে এখান থেকে তাকে কারাগারে নেওয়া হবে। মিশরের বার্তা সংস্থা মেনা এ তথ্য জানান।

চলতি সপ্তাহে মোবারক, তার দুই ছেলে গামাল ও আলাকে ১৫ দিনের আটক আদেশ দিয়েছেন একটি আদালত। তাদের বিরুদ্ধে ১৮ দিন ধরে চলা বিক্ষোভে সহিংসতা ঘটানোর অভিযোগ রয়েছে।

পরবর্তী সপ্তাহ থেকে একটি দুর্নীতি সংক্রান্ত প্যানেল তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে। মোবারকের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলিও একই অভিযোগে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।