ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়, নিহত ৬

তুশকা: যুক্তরাষ্ট্রে শুক্রবার সকালে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে ওকলাহোমায় দুইজন ও আরকানসা অঙ্গরাজ্যে আরও চারজন নিহত হয়েছে। খবর ফক্স নিউজের।



ঘূর্ণিঝড়টি ওকলাহোমার তুশকা শহরে বৃহস্পতিবার দিবাগত রাতে আঘাত হানে। এতে দুইজন নিহত হয়। আহত হয় আরও অনেকে। ঝড়ের সময় বাড়ির ছাদ ও জানালা, গাছপালা উপড়ে যায়। শুক্রবার খুব সকালেই বাড়ির ওপর গাছ আছড়ে পড়ে আরকনাসায় দুইজন নিহত হয়। এছাড়া গাড়ি ও বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে ৬ বয়সী শিশুসহ আরও দুইজন নিহত হয়।

ঝড়ের কবল থেকে বাঁচতে স্বামী ও সাত শিশু সন্তানসহ অন্যত্র আশ্রয় নেওয়া জেনিফার হাফিংটনের অনুভূতি হচ্ছে, ‘মনে হচ্ছি বোমা বিস্ফোরিত হয়েছে। ’ তিনি বলেন, ‘আমার বাড়ির সবকিছুই এলোমেলো হয়ে গেছে। ’

আরকানসার জরুরি বিভাগের মুখপাত্র রেনি প্রেসলার দুইজনের মৃত্যু নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর থেকে একই তথ্য জানানো হয়েছে।

ওকলাহোমার অ্যাটোকা কাউন্টি মেডিকেল সেন্টারের সিইও পল রিয়ানো বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ে আহত ২৫ ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সিএনএন জানিয়েছে, ঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাতভর ও শনিবার সকালে জর্জিয়া ও ক্যারোলাইনায় আঘাত হানবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষে এ তথ্য জানা গেছে। তবে সিএনএন মৃতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।