ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর গুচ্ছবোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
লিবিয়ায় বিদ্রোহীদের ওপর গুচ্ছবোমা হামলা

ত্রিপোলি: যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় গাদ্দাফি বাহিনী মিসরাতায় বিদ্রোহীদের ওপর শুক্রবার গুচ্ছবোমা হামলা চালিয়েছে বলে বিদ্রোহীরা দাবি করেছে, যদিও যুদ্ধে গুচ্ছবোমা ব্যবহার আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ। খবর এএফপির।



মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর সিরতে সেনাবাহিনীর বিমান হামলারও খবর পাওয়া গেছে।

গুচ্ছবোমার বর্ণনা দিয়ে স্থানীয় বাসীন্দা হাজাম আবু জাইদ বলেন, গতরাতে বৃষ্টির মতো বোমা পড়েছে।

এদিকে, মানবাধিকার রক্ষা সংস্থার আগ্নেয়াস্ত্র বিষয়ক পরিচালক স্টেভ গুজ বলেন লিবিয়া আবাসিক এলাকায় এধরনের অস্ত্র ব্যবহার করেছে। তিনি বলেন, এই অস্ত্রের ব্যবহার জনগণের জন্য অত্যন্ত বিপদজনক।

তবে, লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম গুচ্ছবোমা ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন।

সাংবাদিকদের মুসা বলেন,‘আমরা নীতিগতভাবে এটা করতে পারিনা। আমরা কখনোই গুচ্ছবোমা ব্যবহার করিনি।
চ্যালেঞ্জ করছি তারা এটা প্রমান করুক’।

এর আগে, বৃহস্পতিবার গাদ্দাফি বাহিনীর হামলায় অন্তত ১৩ জন বিদ্রোহী নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।


বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।