ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে নাইজেরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে নাইজেরিয়ায়

লাগস: আফ্রিকার জনবহুল, তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ায় শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটিতে প্রায় দুইদশক পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

খবর এএফপির।

নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথান দেশে একটি স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও তার অধীনে অতীতের নির্বাচনী ইতিহাসে ভোট কারচুপি এবং সহিংসতার অভিযোগ রয়েছে।

নাইজেরিয়ার ৭ কোটি ৩০ লাখের বেশি নিবন্ধিত ভোটার ভোটের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট নির্ধারন করবে।

নাইজেরিয়ার স্থানীয় সময় ১২ টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়।

দুর্ণীতির দায়ে অভিযুক্ত প্রেসিডেন্ট খ্রীষ্টান ধর্মাবলম্বী জনাথান (৫৩) এর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সেনা শাসক ইসলাম ধর্মাবলম্বী মুহাম্মাদু বুহারি (৬৯)। বুহারি দেশটির উত্তরাঞ্চলীয় মুসলিমদের একচাটিয়া সমর্থন পেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।