ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়িশ্যায় ৬ সন্তানসহ মায়ের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
উড়িশ্যায় ৬ সন্তানসহ মায়ের আত্মহত্যা

কিওনঝড়: এক মা তার ছয় শিশুসহ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। উড়িশ্যা রাজ্যের কিওনঝড় জেলার ঘাটাগাঁওয়ের কাছে গত শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পুলিশ এ খবর জানিয়েছে।

ওই নারীর স্বামী ৪৩ বছর বয়সী উত্তর মেহেরও পরিবারের সদস্যদের সঙ্গে আত্মহত্যা করতে চেয়েছিলেন। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ছয় সন্তানের চারটিই মেয়েশিশু

ওই পরিবারটির বাড়ি উড়িশ্যার পশ্চিমাঞ্চলের বড়গারা জেলায়। তারা ঘাটাগাঁওয়ে এসেছিলেন তীর্থযাত্রী হিসেবে।

উত্তর মেহের পুলিশকে জানান, চরম দারিদ্রের কারণে তারা সবাই মিলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।