ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হোসনি মোবারকের দল বিলুপ্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
হোসনি মোবারকের দল বিলুপ্ত ঘোষণা

কায়রো: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের দল ন্যাশনাল ডেমোক্রাটিক পার্টি (এনডিপি)-কে শনিবার বিলুপ্ত ঘোষণা করেছেন কায়রোর একটি আদালত। বিচার বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে ।



ওই সূত্র জানায়, ‘প্রশাসনিক আদালত এনডিপিকে বিলুপ্ত করতে একটি আদেশ জারি করেছেন। একইসঙ্গে এর অর্থ, সদর দপ্তরসহ বিভিন্ন ভবন সরকারের কাছে হস্তান্তর করারও আদেশ দেওয়া হয়েছে। ’

গত ১১ ফেব্রুয়ারি হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর দাঁড়ানোর পর এনডিটি টিকে লড়াইয়ে আছে। দলটির অধিকাংশ নেতাকর্মী দুর্নীতির অভিযোগে কারাগারে আটক রয়েছে।

অন্য নেতাদের মধ্যে হোসাম বাদরাবি এনডিপির পক্ষ ত্যাগ করে নতুন দল গঠন করার চেষ্টা করছেন। তিনি কিছু সময়ের জন্য এনডিপির নেতৃত্বে ছিলেন।

এনডিপি দলটি গঠন করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। দলটি প্রায় তিন দশক মিশরের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল। এই সময়ের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই দলটি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিপ্লবের পর আনোয়ার সাদাতের ভাগ্নে তালাত সাদাত এনডিপির প্রধানের দায়িত্ব নেন। সূত্র জানায়, তিনি শনিবারের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন।

এ মুহূর্তে দুর্নীতি ও বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগে হোসনি মোবারক, তার দুই ছেলে গামাল ও আলা এবং বিভিন্ন মন্ত্রী আটক রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।