ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জর্দানে ৭০ জন ইসলামপন্থীকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

আম্মান: সহিংস বিক্ষোভের সময় জর্দানের নিরাপত্তা বাহিনী ৭০ জন ইসলামপন্থীকে আটক করেছে। শনিবার একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।



রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকেই আহত হওয়ার পর, যাদের অধিকাংশই পুলিশ নিরাপত্তা বাহিনী এই ৭০ জন ইসলামপন্থীকে আটক করে।

কর্মকর্তারা জানান, সহেন্দভাজনরা উগ্রপন্থী রক্ষণশীল সুন্নি মুসলিমদের সংগঠন সালাফি আন্দোলনের সদস্য। পুলিশের ওপর আক্রমণ চালানোর পর শুক্রবার জারকা শহরে এবং রাসিফাতে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ১২০ জনকে আটক করা হলেও পরে ৫০ জনকে ছেড়ে দেওয়া হয়। এখন ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, দোষীদের আইন অনুযায়ী সাজা দেওয়া হবে।

ওই ইসলামপন্থী দলটির একজন সদস্য এএফপিকে জানান, জর্দানে এর প্রধান আবদুল সাহাতা আল-তাহাইসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবারের সহিংসতার পর লেফটেন্যান্ট জেনারেল হুসেন মাজালি সাংবাদিক সম্মেলনে জানান, একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ ৫১ জন পুলিশ ছুরিকাহত হয়েছেন। এদের ব্যাট দিয়ে পেটানোর পাশাপাশি ভারী কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।